ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ১৫

আরটিভি নিউজ 

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০২:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে একটি পুলিশবাহী ভ্যানে ডাম্পট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। ভ্যানটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ভ্যানে থাকা ১৫ জন পুলিশ সদস্য হন।

বিজ্ঞাপন

এরমধ্যে গুরুতর আহত ছয়জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী গণমাধ্যমকে বলেন, ডাম্পট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর

বিজ্ঞাপন

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |