ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ধামরাইয়ে মিছিল-সমাবেশ 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৫:০২ পিএম


loading/img
ছবি: আরটিভি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ অংশ নেয়।

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। পরে মিছিল নিয়ে ঢুলিভিটা হয়ে ধামরাই বাজারসহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমার ভাই মরল কেনো, জবাব চাই, জবাব চাই’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিরীহ গাজাবাসীদের ওপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। আজ বিশ্ব মানবতা কোথায়। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে আমরা তার নিন্দা জানাই। এর প্রতিবাদ জানাই। গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় আজ বিশ্ব মানবতা, নীতিনৈতিকতা ও বিবেক সব অন্ধকারে মিশে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া জুবায়েদ আলম পিয়াস নামে এক শিক্ষার্থী বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ ঘোষণা করে কেন আবার ফিলিস্তিনের উপর হামলা করলো? তারা আইন লঙ্ঘন করেছে। আজ বিশ্ববাসীর কাছে অনুরোধ আপনারা গাজাবাসীদের পাশে দাঁড়ান। কেন আজ মুসলিম বিশ্ব চুপ করে আছেন। নিরীহ নিরস্ত্র মানুষের উপর হামলা করে হত্যা করা হচ্ছে তাদের। আজ তারা অসহায়। বিবেক কোথায়।

আদনান আহমেদ হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, আজ বিশ্ব মানবতা চুপ কেন। আমেরিকার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিন গাজাবাসীদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। নারী পুরুষ ছোট শিশুসহ কেউ বাদ পড়ছে না। সকলকেই ধরে ধরে হত্যা করছে। বিশ্ব বিবেকের কাছে আজ প্রশ্ন কেন এই বর্বরতা, নিঃসংশয়তা। এই হামলা বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়, ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ, কালামপুর ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে।

কর্মসূচীতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

আরটিভি/এএএ

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |