খুলনার পাইকগাছায় ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে ছাত্রজনতা পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে এবং বিকেলে জামায়াতে ইসলামী থানা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ এবং সেখানে চলমান হামলা শুধু ওই অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। ফিলিস্তিনের সকল পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা।
আরটিভি/ডিসিএনই-টি