গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) বিকেল ৫টায় মিছিলটি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে বিশাল এলাকাজুড়ে কাঁচপুর ওভারব্রিজের নিচে অবস্থান নেয় এবং পরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।
প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলের বক্তব্যে অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনে যে বর্বরতা ও নির্যাতন করে সব ধ্বংস করা হচ্ছে, আমরা এর ধিক্কার জানাই। অনতিবিলম্বে গাজায় মুসলিম নিধন বন্ধ করতে হবে।
জেলার আমির আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মুসলমান হত্যার করে মানবতার চরম লঙ্ঘন করছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
জেলার সেক্রেটারি মো. হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের মানবতার দুশমন ইসরায়েল বিশ্ব মোড়লদের সাহায্যে গাজায় নির্বিচারে বোমা হামলায় মানুষ হত্যা করছে।
জেলার সহকারী সেক্রেটারি আবু সাইদ মো. মুন্না বলেন, ফিলিস্তিনের গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চলছে। নির্বিচারে মানুষ হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সকলকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের অমানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আকরাম হোসাইন তার বক্তব্যে সকলকে ফিলিস্তিনের মাজলুম জনতার পক্ষে থাকার জন্য আহ্বান জানান।
সোনারগাঁ উপজেলার উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, মুসলমানদের অনৈক্যর জন্য সারা পৃথিবীতে আজ মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে।
আরটিভি/এফএ