ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সঙ্গে সংহতি রেখে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৭ এপ্রিল) বাদ-আছর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, দোকান কর্মচারীসহ সর্বস্তরের জনগনের অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্স প্রাঙ্গণে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় মাথায় কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান মিছিলে অংশ গ্রহণকারীরা।
বিজ্ঞাপন
আরটিভি/এফএ-টি