ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলে আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মীর্জা আশেক এলাহী, জামায়াত নেতা আইয়ুব খান, হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমির আবদুল্লাহ আল আমিন, পৌর আমির মো. জাকির হোসেন, যুব বিভাগের জেলা সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনসহ জেলা, উপজেলা, পৌর জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতাকর্মী। এ ছাড়াও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়ছার।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলে আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এবং ইসরায়েলের সকল পণ্য বয়কটের ডাক দেন তারা।
আরটিভি/এফএ