চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নে মা ও ভাইকে হত্যার ঘটনায় ঘাতক মো. ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদের ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।
জানা যায়, গত ৩ এপ্রিল ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই ইয়াসিন ছোট ভাই মাসুম ও তার মা জোলেখা খাতুনকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ এপ্রিল) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলেখা খাতুন। এর আগে, শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরের হাসপাতালে মারা যান মো. মাসুম (৩৫)।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরটিভি/এমএ