স্ত্রী তালাক দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন মো. হেলাল ফকির নামের এক যুবক।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলায় এ ঘটনা ঘটার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হেলাল ফকিরের বাড়ি বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে হেলাল ফকিরের সঙ্গে তালাকপ্রাপ্ত এক নারীর বিবাহ হয়। দাম্পত্যজীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হেলালের অভিযোগ, সম্প্রতি তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এক সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়।
হেলাল ফকির বলেন, পরিবারটা ভাঙতে দিব না, এই আশায় স্ত্রীকে বুঝিয়েছি। সন্তানদের কথা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে তালাকের কাগজ পাঠায়। তালাকের কাগজ হাতে পাওয়ার পর নিজেকে ‘পাপমুক্ত’ করতে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করি।
আরটিভি/এএএ-টি