কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় পুলিশ মো. হাশিম (২৫) নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হাশিম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বানিয়া পাড়ার আবদুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কক্সবাজার শহরে একটি বড় মিছিল বের করা হয়। দুপুর ১২টার দিকে মিছিলটি কলাতলী সৈকত সড়কে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল কিছু যুবক আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। হামলাকারীদের মধ্যে আটক হাশিমও ছিল।
কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় সন্ধ্যায় ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ-টি