চট্টগ্রাম বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দেড় লাখ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ১২:০৪ পিএম


চট্টগ্রাম বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দেড় লাখ শিক্ষার্থী
ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষা দিতে বসছেন এক লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ২৪ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৯৭ জন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এবারের এসএসসিতে মাধ্যমিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ১৬৪টি বিদ্যালয়ের এক লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে, এবার মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী। এছাড়াও মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী রয়েছে ৭৯ হাজার ১৬২ জন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে আছি আমরা। ইতোমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিলেন্স টিম কাজ করবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission