ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৬:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইসহাক সায়েদ (২১) নামের এক প্রবাসী মারা গেছেন। 

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৯ মার্চ) সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।  

বিজ্ঞাপন

ইসহাক সায়েদ হাংগেরি নামক একটি কোম্পানিতে মোটরসাইকেল রাইডার হিসেবে ফুড ডেলিভারির কাজ করতেন। সেদিন রাতে তিনি মোটরসাইকেলে ফুড ডেলিভারি করতে গেলে একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  

ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, সংসারের হাল ধরতে গত বছরের আগস্ট মাসে ছেলেকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। তিনি সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, আমার ছেলের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনা হয়।  

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের পরিবার যদি সংশ্লিষ্ট দপ্তরে লাশ ফেরত আনার জন্য আবেদন করে, তাহলে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে।  

বিজ্ঞাপন

এদিকে ইসহাক সায়েদের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেছেন।  

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |