নরসিংদীতে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নরসিংদী রেলওয়ে এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযানে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. নাসিরউদ্দিন মামুন ও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. নাসিরউদ্দিন মামুন বলেন, আজকের উচ্ছেদ অভিযানে ৫০/৬০ অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে এবং অভিযান চলমান।
তিনি বলেন, রেলওয়ের পাশে যত অবৈধ স্থাপনা আছে যদি আগামীকাল শেষ করতে না পারা যায়, তাহলে পরবর্তীতে আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করার তারিখ দেওয়া হবে।
আরটিভি/এফএ/এআর