ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পঞ্চগড় থেকে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ১১:২০ পিএম


loading/img
ছবি: আরটিভি

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ বিওপির সদস্যরা এই নীলগাইটিকে উদ্ধার করতে সহযোগিতা করে। ভারত থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয় নীলগাইটি। পরে প্রাণিসম্পদ অফিসে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে নীল গাইটিকে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। 

পরে খবর পেয়ে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা নীলগাইটিকে উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। স্থানীয় জনপ্রতিনিধিরা পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে খবর দিলে ইউএনও বনবিভাগকে নীলগাইটি উদ্ধারে ঘটনাস্থলে পাঠান।

পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা মো. জয়নুল আবেদীন ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় বন বিভাগের রেঞ্জার হরিপদ বাবু জানান, চিকিৎসা শেষে সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করা হবে। আমাদের দেশে এই নীলগাই বিলুপ্তির পথে। এটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |