ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

টঙ্গীর মাজার বস্তিতে অভিযান, শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার আটক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ১০:০০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ছয়জনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক।  

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাতভর এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন—শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মো. শাহানুর আহমেদ অমিত (১৮), মো. হিরা (৩২), মো. বায়জিদ (২৭), মো. জাহিদ (১৯) ও মো. নূর ইসলাম (২৭)।

বিজ্ঞাপন

অভিযানে একটি রিভলবার, চার রাউন্ড গুলি, ১৯৫ গ্রাম হিরোইন ও মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শাহরিয়ার বিভিন্ন সময় অস্ত্রসহ মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে ভীতি সঞ্চারের জন্য শোডাউন করেন। একই সঙ্গে তিনি মাজার বস্তিতে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করেন। এর আগে যৌথ বাহিনীর অভিযানের সময় পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপর আবার নতুন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানাধীন সেনাকল্যাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এরপর তার মোবাইলে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্র্যাপ ও বিপুল পরিমাণ টাকার ভিডিও-ছবি পাওয়া যায়। এর সূত্র ধরে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক। উদ্ধার রিভলভারটি ভারতে স্থানীয়ভাবে তৈরি। এটি মাদক সম্রাট রবিউল ইসলাম কিং বাবুর একটি মাদক স্পট থেকে পাওয়া যায়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, অভিযান চলাকালে মাজার বস্তির বিভিন্ন মাদকের স্পটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় অধিকাংশ মাদকসেবনকারী ও কারবারিরা সুরঙ্গ দিয়ে পালিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |