ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় চুরির অভিযোগে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০২:২৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে থানাপাড়ার জিকে বালিরঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সুরমান জিকে বালিরঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশ কয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

নিহত সুরমানের ছোট ভাই সেলিম জানান, সামনের বাড়ির হালিম বিক্রেতা হাকিম মঙ্গলবার সকালে তাদের বাড়ি থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে প্রথমে আমাদের ছোট ভাই আশরাফুলকে আটকে রেখে বেধড়ক মারপিট করেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে আমার বড় ভাই রিক্সা চালক সুরমানকে ধরে নিয়ে যায়। এ সময় বাড়ির সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার সঙ্গীরা। এরপর সুরমানকে খুঁজে পাওয়া যায়নি। আমরা এর বিচার চাই। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ির বাথরুমের চালার এঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল থেকে আমরা সম্ভাব্য স্থানে ভাইকে খুঁজেছি।

কুষ্টিয়া মডেল থানার এসআই খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্টেই মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |