ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে ট্রেন থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ কোকেন উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০১:০৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল পরিমাণ কোকেন মাদক উদ্ধার করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেন থেকে প্রায় দেড় কেজি কোকেন উদ্ধার করে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। সে সময় ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |