ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চাঁদপুরের মতলবে আগুনে পুড়ল ১৭ দোকান

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০১:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) সকালে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে ওই বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাজারের নবীরের হার্ডওয়্যার দোকান থেকে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে এখনও জানা যায়নি। তদন্ত করলে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |