ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবাপাচারকারী আটক

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৫:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ ইয়াবাপাচারকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত মধ‌্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল ইঞ্জিনচালিত দুটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেয়। তবে তা অমান্য করে বোট দুটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় এক মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

সিয়াম-উল-হক আরও বলেন, পরবর্তী সময়ে আভিযানিক দল বোট দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। বোট দুটি তল্লাশি চালিয়ে বোটের ভেতর কাঠের পাটাতনের নিচে রাখা বরফের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আটক ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটক ইয়াবা পাচারকারী, জব্দ ইয়াবা ও বোট দুটির ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |