ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সংস্কার শেষে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন: ফয়জুল করীম

আরটিভি নিউজ 

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ১১:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। এর আগে জাতীয় নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে অভিমত জানিয়েছেন তিনি।  

বিজ্ঞাপন

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে। আর প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। 

তিনি আরও বলেন, বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না।

সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ব ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ইসলামি আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |