ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধানখেত থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৯:৩৪ এএম


loading/img
সংগৃহীত ছবি

নেত্রকোণার দুর্গাপুরে একটি ধানখেত থেকে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। তার স্বামীও জীবিত নেই। সংসার জীবনে তিনি নিঃসন্তান বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আছিয়া খাতুন বিরিশিরির শিরবির গ্রামে বোনের বাড়িতে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময় তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। কখনও রাতের বেলায় বাড়িতে ফিরতেন কখনও ফিরতেন না। 

বৃহস্পতিবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে শুক্রবার একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এরপর খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্থানীয় লোকজন ও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |