ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় বরখাস্ত স্টেশন মাস্টার

আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০২:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের (আপ- ৭৯৩) ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে ক্লিয়ারেন্স দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে স্টেশন মাস্টারের গাফিলতি থাকতে পারে এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঈশ্বরদী বাইপাস স্টেশনের আরেক মাস্টার এস এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি  চাকা লাইনচ্যুত হয়। ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন পঞ্চগড় অভিমুখে যাত্রা শুরু করে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |