ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নাটোর আদালতের মালখানা থেকে চুরি যাওয়া টাকাসহ সোনা-রুপা উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৪:২১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নাটোর আদালতের মালখানা থেকে চুরি যাওয়া ২৪ লাখ টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) নাটোর সার্কিট হাউস এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার সকালে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান। তারা ঘটনাটি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। জানালার গ্রিল কেটে ও স্টোররুমে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৬১ লাখ ৩৯ হাজার টাকা ও ১৬ ভরি সোনা এবং ১৯ কেজি রুপা নিয়ে যায় চোরেরা। এর আগে তারা আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ এবং ভিডিও রেকর্ডারসগুলো বিচ্ছিন্ন করে খুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের কয়েকটি টিম চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ করছে।

এ বিষয়ে পুলিশ সুপার এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাটোর সার্কিট হাউসের প্রাচীরের নিচ থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, প্রায় ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করে। উদ্ধার হওয়া মালামাল গণনার কাজ চলছে। একই সঙ্গে বাকি টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |