ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

উখিয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ০৪:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালং আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ২ কিশোর। রোববার রাতে আশ্রয়শিবিরের ‘সি’ ব্লকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩)। তিনি সি ব্লকেরই বাসিন্দা। 

বিজ্ঞাপন

জানা যায়, নুর হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ২ কিশোরকেও চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক।

ঘটনার বর্ণনা দিয়ে রোহিঙ্গা নেতারা জানান, এক রোহিঙ্গা তরুণীকে উত্ত্যক্তের জেরে আশ্রয়শিবিরের পাশে ফুটবল খেলার মাঠে ২ পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মারামারি শুরু হলে ছুরিকাঘাতে ৩ জন আহত হন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এক তরুণীকে উত্ত্যক্তের জেরে দুপক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে নুর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |