ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০২:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে বেপরোয়া ডাম্প ট্রাকের চাপায় মসজিদের ইমাম মোহাম্মদ আলী (৭৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরুন্নবী ইসলাম।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ আলি উপজেলার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের বাসিন্দা। 

তিনি খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষ করে সড়ক পার হচ্ছিলেন মোহাম্মদ আলি। এ সময় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে দ্রুতগামী একটি ডাম্পট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরুন্নবী ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতা চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ট্রাকচলক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানা দুজনই চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |