ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে জমির খাজনা আদায়ে হালখাতা 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৬:০৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির খাজনা (কর) আদায়ে হালখাতার আয়োজন করলো উপজেলা ভূমি অফিস। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিন ভূমি অফিস কার্যালয়ে এ হালখাতার আয়োজন করা হয়। ইতোপূর্বে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের বকেয়া টাকা তুলতে ব্যক্তিগত হালখাতার আয়োজন দেখা গেলেও এবার প্রথম জমির খাজনা আদায়ে হালখাতার ব্যবস্থা করা হয়।

এ উপলক্ষে লাল-নীল কাগজ, ব্যানার ফেস্টুনে সাজানো হয় ভূমি অফিস চত্বর। ঘোড়ার গাড়ি, গরুর গাড়িসহ আয়োজন করা হয় গ্রামীণ নানা অনুষঙ্গ। পহেলা বৈশাখ ঘিরে এ কার্যালয়ে আয়োজন করা হয়েছে হালখাতা। ভূমি কর বা খাজনা আদায়ের লক্ষ্যে এ আয়োজন। হালখাতায় অংশগ্রহণকারীদের  খাওয়ানো হয়েছে  মোয়া মুড়ি ও মিষ্টি। এ ধরণের আয়োজনে জমির মালিকরা অনেক খুশি।

বিজ্ঞাপন

সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ধনিগাগলা এলাকার বাসিন্দা আনোয়াত হোসেন তালুকদার বলেন, স্বাধীনতার পর আমি আমার জীবনদশায় কখনো দেখি নাই জমির খাজনা দিতে আসলে জনগণকে মিষ্টি খাওয়ায়। জনগণকে দালালের হয়রানি ছাড়া জমির খাজনা পরিশোধ করার জন্য উপজেলা প্রশাসনের এই হালখাতা প্রতিবছর হলে জমির খাজনা বকেয়া পড়বে না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, সম্রাট আকবরের সময় থেকে ভূমি অফিসে বাঙ্গালী ঐতিহ্য হালখাতা অনুষ্ঠান চালু ছিল। কিন্তু ব্রিটিশরা এদেশে আসার পর ভূমি অফিসের হালখাতা বন্ধ হয়ে যায়। নববর্ষ উপলক্ষে বাঙ্গালীর ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা বাংলাদেশে প্রথম ভূমি অফিসে এই হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ দিনব্যাপী এই হালখাতা অনুষ্ঠান হবে। আমরা প্রত্যাশা করছি আমাদের বকেয়া ভূমি করের প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা আদায় হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, আমরা দেখতাম বড় বড় ব্যবসায়ীরা হালখাতা করে তাদের বকেয়া আদায় করতো। বাংলাদেশে এবারেই প্রথম উপজেলা ভূমি অফিসে হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন ঐতিহ্য ফিরিয়ে এনেছে। এই হালখাতা অনুষ্ঠানে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে। উপজেলা ভূমি অফিস তাদের বকেয়া খাজনা সব আদায় করতে পারবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিবছর ৬০ থেকে ৬৫ লাখ টাকা ভূমি কর আদায় হয়। এরমধ্যে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা গত বছর বকেয়া ছিল।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |