ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দোয়ারাবাজারে বাঁধ নির্মাণের নামে ফসলি জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১১:৩০ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাস্তবায়নে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে গরীব কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক খনন ও মাটি ভরাটের নামে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্য অজুফা খাতুন, সুনাবানু, ছায়দা বেগম, কুদ্দুছ মিয়া, ইউসুফ আলী, শাহ আলম, সাদেক মিয়া প্রমুখ। 

বক্তারা বলেন, আমরা অসহায় দিনমজুর মানুষ। বাড়ির আঙ্গিনায় থাকা জমিতে শাক-সবজিসহ ফসল উৎপাদন করে আমরা জীবিকা নির্বাহ করি। তবে সম্প্রতি ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে আমাদের পেটে লাথি দিয়েছেন হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও সেক্রেটারি। অপরিকল্পিত এ বাঁধটি নির্মাণে আমাদের জমির মাটি জোরপূর্বক খনন করে পুকুরে পরিণত করে তারা। সরকারি কাজে মাটি না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দিবেন বলে আমাদের ভয়ভীতি দেখায়। আমরা অসহায় মানুষ আমাদের বাধা-নিষেধ না মেনে তারা জোরপূর্বক কাজ চালিয়ে যায়। 

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, সরকারি টাকা হরিলুট করতে পূর্বে নির্মিত রাস্তার উপর মাটি ফেলে যে বাঁধটি তারা নির্মাণ করেছেন সেটা আমাদের কৃষকদের কোন কাজেই আসবে না। যেদিকে বাঁধ নির্মাণ হলে কৃষকদের উপকার হতো সেদিকে বাঁধটি হয়নি। সরকারি অর্থ লুটপাটে এমন কাজ করেছে তারা। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই জমিতে চাষাবাদ করা আর সম্ভব না। প্রথমে তারা মাটি নেওয়ার পর আবারো জমি ভরাট করে দিবে বলে কথা থাকলেও পরবর্তীতে মাটি ভরাটে ঘণ্টা প্রতি তিন হাজার করে টাকা দাবী করে। টাকা দিতে না পারায় আমাদের জমি এখন বৃষ্টির পানিতে পুকুরে নিমজ্জিত হয়েছে। 

এ জমিতে আমরা আগামী আমন মৌসুমেও চাষাবাদ করতে পারবো না জলাবদ্ধতার কারণে। আমাদের ঘরবাড়ি নিয়েও রয়েছে দুশ্চিন্তা। এই অকেজো বাধে আমাদের যে ক্ষতিটা হয়েছে সরকারের কাছে আমরা এর ক্ষতিপূরণ দাবি করছি। সেই সঙ্গে বিষয়টা সরজমিন পরিদর্শন করে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই দাবি জানাই।

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |