ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় ভয়াবহ আগুন, বিএনপি কার্যালয়সহ ৫ দোকান পুড়ে ছাই

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১২:৫৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশকের দোকান এবং বিএনপি কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখে তারা দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানঘর, মালামাল এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |