ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জল উৎসব

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৫:১৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

বৈসাবি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংগ্রাই জল উৎসব ঘিরে এলাকায় বইছে আনন্দের বন্যা।  

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব।

মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর উদ্যোগে আয়োজিত জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ পিএসসি। 

বিজ্ঞাপন

সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবিরসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক আদুমং মারমা। পরে প্রধান অতিথিরা ফিতা কেটে ও পানি ছিটিয়ে জলকেলির উদ্বোধন করেন। 

পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, অপশক্তি দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বুধবার জলকেলি উৎসবে মেতে উঠেন মারমা সম্প্রদায়ের লোকজন। সাংগ্রাই গানের সুরে সুরে মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। দিন ব্যাপী উৎসব পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়। 

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া স্কুল মাঠে এই আয়োজনে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর অংশ নেন। সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির উদ্যোগে মহাসাংগ্রাই রিলাং পোয়েঃ বা জলকেলি হয়েছে। 

বিজ্ঞাপন

জনশ্রুতিতে রয়েছে, জলকেলি উৎসবের মাধ্যমে মারমা তরুণ-তরুণীদের একে অন্যের সাহচর্যে আসা ও প্রিয় মানুষ বেছে নেওয়ার সুযোগ হয়। ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে উৎসবে মেতে উঠে। জলকেলির পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া মাঠে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। এতে খাবার, কাপড়-চোপড় ও গৃহস্থলী সামগ্রীর পসরা বসে। সন্ধ্যায় মারমা সম্প্রদায়ের যাত্রাপালার আয়োজন করা হয়।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |