ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৬:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফ নদীর ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ৮ এপ্রিল ৪ ট্রলারসহ নিয়ে যাওয়া হয় ২৩ জেলেকে। 

বিষয়টি নিয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে বুধবার ৫৫ জনকে দেশে ফেরত আনা হয়। ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশী নাগরিক। অপর ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হাতে হস্তান্তর এবং ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |