ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তেঁতুলিয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৯:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিশাত (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মুরছালিন (১৮) ও সোহেল রানা বাপ্পী (২০) নামে দুজন আহত হন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউমার্কেট ডাহুক ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নিশাত ওই ইউনিয়নের ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের আমির হামজার ছেলে।  

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিশাত একই মোটরসাইকেলে চাচাতো ভাই মুরসালিনসহ শালবাহান বাজারে যাচ্ছিলেন। ডাহুক ব্রিজ এলাকায় পৌঁছালে অপরদিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে নিশাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরে প্রেরণ করা হয়েছে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে আমরা  পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |