ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৫:৪৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। 

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ, হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।  

বিজ্ঞাপন

কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অ্যাম্বুলেন্স চালক অনুপম চাকমা বলেন, গাড়ির চাকা ও ব্যাটারি নষ্ট তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আরএমও স্যার নেই তাই টাকার জন্য চাকা ও ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম। রোগীদের দেখলে খুব খারাপ লাগে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট। ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ৪ জন চিকিৎসক। তারাও ঠিক মতো উপস্থিত থাকেননা। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। 

হাসপাতালের এমন অবস্থার বিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসারকে পদায়ন করা হয়েছে। তিনি এখনও যোগদান করেননি। হাসপাতালে একজন কর্তা দরকার সেটি নেই। বারবার বলার পরও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইওএইচএফপিও) যোগদান করেননি। দীর্ঘদিন চাকরির সুবাদে উনাদের পেছনে হয়তো কোনো লোক আছেন। তাদের টাকা পয়সার অভাব নেই, তাই তাদের চাকরির প্রতি মায়া নেই। তারা জানে ৩ থেকে ৪ বছর পরে হলেও চাকরি যাবে না, তাই হয়তো এমনটি করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |