ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে: সেলিমা রহমান

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৭:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

সংস্কারের নামে যেভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।  

সেলিমা রহমান বলেন, একটি গ্রুপ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু, তা হতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সব গ্রুপিং দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে।  
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বানও জানান দলের স্থানীয় কমিটির এই সদস্য।
 
কর্মশালায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |