খাগড়াছড়িতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের পর পানছড়ির লোগাং এবং মানিকছড়ির একসত্যাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ওসি মো. মাহমুদুল হাসান রুবেল।
নিহতরা হলেন, মানিকছড়ির দক্ষিণ একসত্যাপাড়া এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. আরাফাত হোসেন (৭) এবং পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং এলাকার শফিউল্লাহর স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার।
নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেল ৩টায় বাড়ির সামনের উঠানে ফুটবল খেলার সময় বল গড়িয়ে পাহাড়ের নিচে চলে গেলে বলটি কুড়িয়ে আনার জন্য পাহাড়ে নিচে নামার সময় পানি তোলার মোটরের বিদ্যুৎ সংযোগ তারে পেঁচিয়ে পড়ে যায় আরাফাত। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, মৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে শুক্রবার দুপুরে পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং এলাকায় শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্পের সুইচ অন করে পানি না আসায় বিদ্যুতের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় পরিবারের লোকজন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শ্যামল মিত্র চাকমা মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যুসনদ নিয়ে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
আরটিভি/এমকে/এআর