কুমিল্লার দেবিদ্বারে ট্রাক চাপায় আবদুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আব্দুল্লাহ (২২) উপজেলার শাকতলা গ্রামের আব্দুল আওয়াল ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আবদুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং পেছনে বসা একজন আহত হন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে মিরপুর হাইওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই আবু বকর ভূঁইয়া বলেন, সকালে বাড়ি থেকে খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে বের হন আবদুল্লাহ। পরে জানতে পারি ভাই অ্যাক্সিডেন্ট করেছে, খালার বাড়ি থেকে আসার পথে এ দুর্ঘটনাটি হয়।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমকে/এআর