ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় জুয়া খেলার অপরাধে ৩ যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ১১:২৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুমিল্লার বুড়িচংয়ে জুয়া খেলার অপরাধে ৩ যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) সাজাপ্রাপ্তদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্তরা হলেন- বুড়িচং উপজেলার বাজেবাহেরচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইকবাল (৩৫), দেবিদ্বার উপজেলার ব্রাক্ষণখাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আমির হোসেনের ছেলে ওমর ফারুক (২৫)।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন খবরের বুড়িচং থানার আওতাধীন দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

ওসি আরও জানান, আরেকটি অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামির নাম মো. রিপন। সে বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে। সাজাপ্রাপ্ত চার আসামিকে শুক্রবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |