ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চীনা অর্থায়নে ১ হাজার শয্যার হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে সংহতি সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৫:২১ পিএম


loading/img
ছবি: আরটিভি

চীনা বিনিয়োগে নির্মিতব্য এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবিতে সচেতন নাগরিক সমাজের সংহিত সমাবেশ করেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ ছাত্রজনতার ব্যানারে সংহতি সভাটি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়ারেদ, চেম্বার অব কর্মার্সের পক্ষে মাকছুদুর রহমান শাহান, মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, ডা. আসাদুজ্জামান, অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম, সাংবাদিক অমিতাভ দাশ হিমু, রওশন হাবিব, ইসলামি আন্দোলনের রোকনুজ্জামান, ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, ছাত্র শিবিরের ফেরদৌস রহমান রুম্মানসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, গণমাধ্যমকর্মী রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত বক্তারা বলেন, উত্তরে জেলা গাইবান্ধার ১৬৫ চরঞ্চলের মানুষের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে জন্য বিগত আওয়ামী ফ্যাস্টিস সরকারের সময় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই অবহেলিত এ জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য চীনা এক হাজার শয্যা হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি জানান। এই প্রকল্প বাস্তবায়িত হলে গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলার জনগণ আধুনিক স্বাস্থ্যসেবার আওতায় আসবে এবং একই সঙ্গে এ অঞ্চলে স্বাস্থ্যখাতে বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে।


আরটিভি/এএএ-টি 

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |