ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যা বললেন বরিশাল এক্সপ্রেসের চালক 

আরটিভি নিউজ 

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৬:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ উড়ে যায়। এদিকে না থামিয়ে ছাদবিহীন বাসটি ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন চালক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে কেন ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক শহিদুল-এমন প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ বিষয়ে বাসটির চালক শহিদুল একটি গণমাধ্যমকে বলেন, ওই অবস্থায় গাড়ি থামানোর কোনো পরিস্থিতি ছিল না। তিনি পরিস্থিতিতে অনেকটা হতভম্ব হয়ে যান। ভেতরে আতঙ্ক কাজ করছিল। তিনি কখনো এমন অবস্থার মুখোমুখি হননি। কীভাবে কী করেছেন, বলতে পারবেন না। দুর্ঘটনা কীভাবে হলো—এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এক্সপ্রেসওয়েতে উল্টো পথ (রং সাইড) দিয়ে হঠাৎ একটি প্রাইভেট কার এসে পড়ে। সেটাকে সাইড দিতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। 

বিজ্ঞাপন

এ ঘটনায় বাসটির চালক, চালকের সহকারী, মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসাড়া হাইওয়ে থানার এএসআই আতাউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। 

আরটিভি/এএএ-টি 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |