ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে বাংলাবান্ধায়

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৬:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি

দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়বে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায়। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই পতাকার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উড়বে এই পতাকা। স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হচ্ছে। দিনের ২৪ ঘণ্টাতেই উড়বে এই পতাকা। পতাকা উড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে। 

জেলা প্রশাসক মো. সাবেত আলী পতাকা স্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরো-পয়েন্টে। জিরো-পয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোনো উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নেই। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে দীর্ঘদিন ধরে তরুণদের একটি দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। 

তাই তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে। আজ বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় ফ্ল্যাগ স্ট্যান্ড, গেইট ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হলো। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট। যা দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় উড়বে পতাকাটি। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |