ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার হওয়ার অপরাধে ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের কুসুমপুর, বাঘাডাংগা এবং শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সারাদিনে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত যেমন, কুসুমপুর এলাকা থেকে বাংলাদেশি দুই নাগরিক চিরঞ্জিত গোলদার ও এক শিশুকে আটক করে বিজিবি। এরপর বাঘাডাংগা সীমান্তে দুই-বাংলাদেশি কামাল সিকদারসহ এক নারীকে আটক করা হয়।
অন্যদিকে শ্যামকুড় সীমান্তে ছয় বাংলাদেশি নাগরিক পরিতোষ কুমার ঘোষ, মো. দুলালসহ দুই নারী এবং দুই শিশুকে আটক করে বিজিবি। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রাম এবং গোপালগঞ্জ জেলায়।
তিনি আরও জানান, আটকদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এএএ