দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পল্লবী মোড় এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান বিরামপুর উপজেলার থানাপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। আহত যুবক একই এলাকার নিয়মত হকের ছেলে নাঈম হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।
তিনি বলেন, দুই বন্ধু মিলে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিল। একপর্যায়ে উপজেলার পল্লবী মোড় এলাকায় পিছন দিক থেকে মিনিট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে হাসান এবং তার বন্ধু নাঈম মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরটিভি/এএএ/এস