ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মাগুরার শিশু ধর্ষণ: হত্যা মামলার চার্জশিট গ্রহণ, শুনানির দিন ধার্য

আরটিভি নিউজ 

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০১:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাগুরায় বোনের বাড়িতে গিয়ে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আদালত আগামী ২৩ এপ্রিল আসামিদের উপস্থিতিতে চার্জ শুনানির দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসানের আদালতে মামলার আসামিদের উপস্থিতিতে এ শুনানির পর আদালত চার্জশিট গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিদেরকে জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরই মধ্যে বিচারক এ মামলাটি আমলে নিয়েছেন। আদালত এ মামলার আগামী ২৩ এপ্রিল এ মামলার চার্জ শুনানির দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

এই আইনজীবী আরও বলেন, আমরা আশা করছি চার্জ গঠনের পরে ১০ থেকে ১৫ কার্যদিবসের ভেতরে মাগুরাবাসীসহ বাংলাদেশের মানুষ এ মামলার রায় দেখতে পারবে।

এর আগে, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন রাত ১০টার দিকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়।

চার্জশিটে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও নিহত শিশুর বোন-জামাই সজিব শেখ ও তার (সজিব) ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |