ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেল চুরির পর ফোন করে ১০ হাজার টাকা চাইল চোর

আরটিভি নিউজ 

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৩:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুখে মাস্ক পরা যুবক একটা ভবনের সামনে ঘুরছেন। কয়েকবার পায়চারী করার পর হুট করে ঢুকে পড়লেন নির্মাণাধীন ভবনে। ভবনের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের তালা মুহূর্তেই ভেঙে ফেললেন। এরপর মোটরসাইকেল নিয়ে লাপাত্তা। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই শহীদ মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ভবনে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির দৃশ্য।

এ ঘটনায় ভুক্তভোগী জাকারিয়া (২২) জেলার কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের আজিজুর রহমানের ছেলে। মোটরসাইকেল হারিয়ে থানায় জিডি করেছেন তিনি।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জাকারিয়া বলেন, নির্মাণাধীন ভবন ও গ্যারেজে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। গ্যারেজে বাইকটি রাখা ছিল। একপর্যায়ে গিয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি যে, বাইকটি চুরি হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বাইক চুরির পর একটি মোবাইল ফোন নম্বর থেকে আমার কাছে কল করে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। ফোন করে চোর চক্রের কেউ একজন বলেছে, টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেবে। আমি থানায় জিডি করেছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, জিডি পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চোরকে শনাক্তের চেষ্টা করব। এ ছাড়া যে বা যারা ফোন করে টাকা দাবি করেছে, আমরা সেটিও খতিয়ে দেখছি।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |