ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ০৯:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বলে মন্তব্য দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে গারো পাহাড়-সংলগ্ন গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বিএনপি ধর্মবান্ধব দল, ধর্মান্ধ নয়। আগামী দিনে বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী বিএনপি।

বিজ্ঞাপন

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ওপর সবাইকে আস্থা রাখতে হবে। সবার আস্থা ও সমর্থনের প্রতিদান তারেক রহমান ও বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে দেবে।

ধোবাউড়ার ভালুকাপাড়া গির্জায় ভালুকপাড়া প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সন্তোষ দালবৎ, ভালুকপাড়া সেন্ট টেরেজাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. মার্শেল চিছাম, উপজাতি নেতা হারুন বংদি, সুবীর হাগিদক, ফরিদ স্নালসহ গারো সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ধোবাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক মোল্লা, ময়মনসিংহ উত্তর জেলা জাসাস সহ-সভাপতি আরাফাত কায়সার রাব্বি, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবির হোসেন অন্তর ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |