ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঘুষ নেওয়ার সময় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ১১:২৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে ঘুষ নেওয়ার সময় অমর ফারুখ (৩০) নামে এক ভুয়া পুলিশ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। 

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) দুপুরে হাকিমপুর উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসায় পুলিশ পরিচয়ে ঘুষ নেয়। 

এ সময় স্থানীয়রা ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত ভুয়া পুলিশ অমর ফারুখ দিনাজপুর সদর থানার আমিন উদ্দিনের ছেলে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।

তিনি বলেন, দুপুরে উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদরাসা থেকে ফোনের মাধ্যমে জানতে পারি যে, পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে তারা আটক করে রেখেছে। সংবাদ পেয়ে ফোর্স পাঠায় এবং তাকে আটক করে থানায় আনা হয়েছে। সে আমাদের কোনো পুলিশ সদস্য না। আসামি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ওই মাদরাসার একজন শিক্ষকের নিকট তিন হাজার টাকা ঘুষ নিয়েছেন। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |