ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৩:০২ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুসহ ২ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলেও জানান তারা।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেডিকেল শিক্ষার্থীরা ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। সেইসঙ্গে আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে তারা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।

এ বিষয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ। হাসপাতাল চালু না থাকায় তাদের হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, রোববার সকালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |