ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জানিয়ে দেবেন যে দুদকও খারাপ: ড. আবদুল মোমেন

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৩:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেসব বদনাম আছে, সেসব দেখিয়ে দেওয়ার জন্য জনসাধারণ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, দুদকের কি সব সুনাম? দুদকের বদনাম নেই? দুদকেরও বদনাম রয়েছে। সেগুলো আপনারা দেখিয়ে দেবেন। জানিয়ে দেবেন যে দুদকও খারাপ। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

ড. আবদুল মোমেন বলেন, আমাদের অভিযোগগুলো সাধারণত কাদের বিরুদ্ধে হয়? আপনাদেরই যদি বলি আপনারা অভিযোগ বলা শুরু করেন, সবার আগে অভিযোগ করবেন দুদকের বিরুদ্ধে, দুই নাম্বার অভিযোগ করবেন জেলা প্রশাসকের বিরুদ্ধে, তিন নাম্বার অভিযোগ করবেন পুলিশ সুপারের বিরুদ্ধে। তারপর অন্যদের বিরুদ্ধে। 

তিনি বলেন, আমরা যদি নিজেরা অভিযোগমুক্ত না হই, নিজে ঠিক না হই, তাহলে অন্যদের কিভাবে ঠিক করব? শতভাগ লোক যদি বলে দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কিভাবে হয়? বড় শক্তিটা তো দুর্নীতি না করার পক্ষে। এই বড় শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে পরিবর্তন সম্ভব। 

দুদক চেয়ারম্যান বলেন, আমরা যদি দেখি যে সরকারে দুর্নীতির বড় অংশটা কোথা থেকে হয়। বড় অংশটা হয় জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজগুলোতে। আমাদের সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্নীতির আরেকটা বড় কারণ হচ্ছে, আমরা ঠিকাদারবান্ধব। কন্টাক্টর যেভাবে স্পেসিফিকেশন তৈরি করে, আমরা টেন্ডারটা সেভাবে করি। কিন্তু টেন্ডারটা যেভাবে করা দরকার সেভাবে যদি করি তাহলে সেটা আর ঠিকাদারবান্ধব হয় না। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবার সহযোগিতা কামনা করছি।

লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সোমবারের (২১ এপ্রিল) এই গণশুনানি আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এবং লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

এদিন লালমনিরহাট জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের জমা দেওয়া ১০৬টি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |