ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড় থেকে খায়রুন আখতার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত খায়রুন সনগাঁও গ্রামের তাজমুল ইসলামের স্ত্রী। সপ্তাহখানেক আগে গৃহবধূর স্বামী ধানকাটা শ্রমিকের কাজ করতে কুমিল্লায় গেছেন। তিনি বৃদ্ধা শাশুড়ির সঙ্গে বাসায় থাকতেন। সোমবার ভোরে দরজা খোলা পেয়ে খায়রুনকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে ভুট্টাখেতে জুতা পরে থাকা এবং মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। অনুসন্ধান চলছে।
আরটিভি/এমকে-টি