মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মাঠের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে এলাকার কৃষকরা ওই মাঠে কাজ করছিলেন। এ সময় তারা দুর্গন্ধ পান। কয়েকজন কৃষক মিলে গন্ধের উৎস খুঁজতে থাকেন। এক পর্যায়ে আব্দুল খালেক নামের এক কৃষকের ভুট্টাখেতের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পান চাষীরা। তবে মরদেহের পরিচয় সনাক্ত হয়নি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরটিভি/এএএ