নোয়াখালীর হাতিয়ায় একটি বেসরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক চতুর্থ-শ্রেণির কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে সোমবার (২১ এপ্রিল) রাতে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। এর আগে, ওইদিন দুপুরে উপজেলার জাহাজমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানায় এ ঘটনা ঘটে।
অভিযোগের বিবরণে জানা যায়, চতুর্থ শ্রেণির কর্মচারী আফছার উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুল মোমিন বাবলুর সময় থেকে হাতিয়া কমিউনিটি কলেজে নিয়োগপ্রাপ্ত হন। কলেজের প্রতিষ্ঠাতার সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের অংশ হিসেবে মামুনুর রশীদের বিরুদ্ধে সম্প্রতি একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।
ভুক্তভোগী কর্মচারী আফছার উদ্দিন বলেন, ওই দিন আমি মিছিলে উপস্থিত থাকার কারণে আমার উপর আজ মসজিদের ওজু খানায় আক্রমণ করে। এ সময় তার কথার উত্তর দিলে আমাকে ক্যারাটি টাইপে হাত পা দিয়ে সমানে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মাটিতে ফেলে বুকে পা দিয়ে চেপে ধরে। তখন উপস্থিত মুসল্লিরা আমাকে উদ্ধার করে। পরে আমি এ ঘটনায় থানায় একটি মামলা করি।
কর্মচারীকে মারধরের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদকে মুঠোফোনে জানতে চাইলে তার বিরুদ্ধে করা অভিযোগটি সত্য নয় বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে তদন্তের জন্য জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ-টি