ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভাই-বোনকে কুপিয়ে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৮:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধে আপন ভাই ও বোন হত্যা মামলায় আসামি তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ  প্রথম আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার বোন আক্তারা জাহান কল্পনা দেখে ফেললে তাকেও শাবল দিয়ে হত্যা করে। পরে বাড়ির অন্যান্য ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করে ভাবিসহ চারজনকে আহত করে। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ তরিকুলকে রাতেই গ্রেফতার করে।

বিজ্ঞাপন

ওইদিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার। পুলিশ তদন্ত শেষে একমাত্র আসামি তরিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, তথ্য-উপাত্ত, যুক্তি-তর্ক ও শুনানি শেষে মঙ্গলবার আদালত মৃত্যুদণ্ডের এই আদেশ দেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ শামীম আহমেদ জানান, রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। বাদী পক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |